গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে ৪৪৭টি প্রতিষ্ঠানের ১০লাখ ৭৬ হাজার ৫শ ৩৯জন ছাত্র-ছাত্রীর মধ্যে বই বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উৎসবের আমেজে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিকে ৩১০টি প্রতিষ্ঠানের মাঝে ৪লাখ ছাত্র-ছাত্রী, এবতেদায়ী মাদ্রাসায় ৮৫হাজার ৭শ ৮০জন ছাত্র-ছাত্রীর মাঝে ও মাধ্যমিকে ছাত্র-ছাত্রীর মধ্যে ৪লাখ ৭ হাজার ৪শ ৩৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মোট ১০লাখ ৭৬হাজার ৫শ ৩৯বান্ডেল বই বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব মিয়া, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ