বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্র সমুন্নত রাখতে উৎসবমুখর পরিবেশে ভোট দিন : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২, ২০১৪ ৮:১০ অপরাহ্ণ

pm-_dfশ্যামলবাংলা ডেস্ক : গণতন্ত্র সমুন্নত রাখতে আগামী ৫ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি ওই আহবান জানান। প্রধানমন্ত্রীর ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার সম্প্রচার করেছে।
শেখ হাসিনা বলেন, গত ৪ বছরে অনুষ্ঠিত ৫, ৮০৩টি স্থানীয় সরকার ও উপ-নির্বাচনে আপনারা যেভাবে ভীতিমুক্ত পরিবেশে ভোট দিয়েছেন, তেমনিভাবে আগামী ৫ জানুয়ারি একটি উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট দেবেন।
তিনি বলেন, পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবেন। সমাজ থেকে হিংসা, হানাহানি ও সংঘাতের চিরঅবসান হবে। দুর্নীতি, দুর্বৃত্তায়নের ধারা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। গড়ে উঠবে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা।
প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনে দেয়া অঙ্গীকার সততা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করেছেন উল্লেখ করে বলেন, দেশের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন, তাদের অক্লান্ত শ্রম-ঘাম, মেধা এবং দেশ গঠনে আমাদের তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই বিগত ৫ বছরের সাফল্যগুলো অর্জন করা সম্ভব হয়েছে। আত্মত্যাগ ও উৎসর্গ ছাড়া মহৎ কিছু অর্জন করা যে সম্ভব নয়, আপনারা তা প্রমাণ করেছেন। তিনি বলেন, আজ দৃপ্তকণ্ঠে বলতে পারি, অতীতের অন্ধকার ঘুচিয়ে বাংলাদেশ এখন আলোকোজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই আলোর পথের যাত্রী।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোটকে নির্বাচিত করেছিলেন। আমরা দেশসেবার সুযোগ পেয়েছিলাম। তিনি বলেন, আপনাদের নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করেছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা আপনাদের কাছে দেয়া ওয়াদার চাইতেও বেশি কাজ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০১৩ সালে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি । ইন্টারনেট সুবিধা গ্রাম পর্যন্ত পৌছে দিয়েছি। ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫ বছরে ১শ ২১ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ১শ ৭২টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছি।
শেখ হাসিনা মাথাপিছু আয় এখন ১ হাজার ৪৪ ডলার উল্লেখ করে বলেন, দারিদ্র্যের হার ৪১.৫ থেকে কমে ২৬ শতাংশের নীচে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছি ৬০ থেকে ৭০ ভাগ। ২০ শতাংশ মহার্ঘভাতা দেয়া হয়েছে। শ্রমিকদের ন্যূনতম বেতন ৪, ১৭৫ টাকা করেছি। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ৫, ৩০০ টাকায় বৃদ্ধি করেছি। তিনি বলেন, আপনাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করলে ইনশাল্লাহ ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে সক্ষম হব।
তিনি বলেন, অভিনন্দন ও শুভাশিস জানাই আমাদের কষ্টসহিষ্ণু, সাহসী এবং প্রাণপ্রাচুর্যে ভরা যুবসমাজকে। বিশেষ করে এবারের নির্বাচনে যে তরুণেরা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে তাদের জন্য আমার শুভকামনা। তরুণ ভোটাররা, তোমাদের উজ্জল ভবিষ্যতের জন্য আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করছি।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১২টি রাজনৈতিক দলের মধ্যে ৬টি দলের প্রধান এবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪০ মিনিট ভাষণের সময় পেয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!