কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রেনে তলাশী চালিয়ে বিভিন্ন প্রকারের ভারতীয় শাড়ী, শাল, শীতের কাপড় এবং জিরা উদ্ধার করেছে ৩২ বিজিবি। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। বৃহস্পতিবার সকালে মিরপুর রেল ষ্টেশনে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্নেল মনিরুজ্জামান (পিএসসি) এবং নায়েব সুবেদার মোকছেদুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল পঞ্চগড় থেকে খুলনা গামী সীমান্ত এক্্রপ্রেস এ তলাশী অভিযান পরিচালনা করে ট্রেনের টয়লেট এবং বগি থেকে উক্ত মালামাল উদ্ধার করে।