তাপস চন্দ্র সরকার, কুমিলা : কুমিলা জেলার ১৮দলীয় জোটের বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে বলে সত্যতা স্বীকার করেছেন ডিআই-১ কামাল হোসেন। তিনি জানান- আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির ১০জন ও জামায়াত শিবিরের ১২ জন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে কুমিলা বিশেষ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান- ডাকাতি, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ২০ মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার মোর্শেদ আলম (৩০) কে আটক করতে সক্ষম হন। আটককৃত মোর্শেদ আলম কোতয়ালী মডেল থানার পূর্ব চান্দপুর এলাকার রেনু মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে গোমতী এলাকায় আধিপত্য বিস্তার করে চলছিল। সে দিনে মাদক ব্যবসা ও রাতে ডাকাতিসহ বিভিন্ন দুর্ধর্ষ ছিনতাইকারী কাজ করে। অন্যদিকে ডিবি’র এসআই ইকবাল ও এএসআই ইকবাল সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্যসহ নগরীর শাসনগাছা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী মাদক সম্রাজী খুকী আটক করে। এ বিষয়ে পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।