ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে নৌকা প্রতিকের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ সুমন খান এ মিছিল ও সমাবেশের নেতৃত্বেদেন। বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার। বক্তব্য রাখেন,ছাত্রলীগের নেতা মোঃ নজরুল ইসলাম গাজী,শ্রমিকলীগের সদস্য মোঃ আঃ সালাম,মোঃ নজরুল,মোঃ জয়নাল মাষ্টার,আঃ মন্নান প্রমূখ। বক্তরা সকলে ৫ জানুয়ারির নির্বাচন বানচাল কারীদের প্রতিরোধ করার আহবান জানান।
