পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গুচ্ছ গ্রামে আবুল প্রামানিক আবু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আবু ভবানীপুর গ্রামের জামাল প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবু বৃহস্পতিবার সকালে ভবানীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। পূর্ব শক্রুতার জের ধরে ওই গ্রামের সাদেক মন্ডলের ছেলে রফিক মন্ডল তাকে বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই আবু মারা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। এঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা হয়েছে।