সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উলাপাড়া উপজেলায় দুই-পক্ষের সংঘর্ষে আহত মামুন নামে এক যুবক চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। নিহত মামুন উলাপাড়া পৌর এলাকার কাওয়াক মহলার আব্দুস সালামের ছেলে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত সোমবার গাছের ঝরা পাতা সংগ্রহ করাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উলাপাড়া পৌর এলাকার কাওয়াক মহলার তোফাজ্জল হোসেনের সাথে একই মহলার আব্দুস সালামের ছেলে মামুনের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে তোফাজ্জলের লোকজন মামুন ও তার লোকজনের উপর হামলা করে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় মামুনকে ঐ দিনই জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সে মারা যায়। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ মহলাবাসি তোফাজ্জল হোসেনের বাড়ি-ঘর ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।