বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় একই পরিবহনের ধাক্কায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ভ্যানচালকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১, ২০১৪ ১২:৪৯ অপরাহ্ণ

Road_Accident-254সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় একই পরিবহনের সঙ্গে পৃথক সংঘর্ষে দু’ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় জখম হয়েছেন এক ভ্যানযাত্রী। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে সাতক্ষীরা- যশোর সড়কের  সদর উপজেলার  অন্নের মোড় ও কলারোয়া উপজেলার গোপীনাথপুর  পাওয়ার হাউজ মোড়ে ওইসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ওমর আলীর ছেলে ইছহাক আলী (৫০), কলারোয়া উপজেলার রুদ্রপুর গ্রামের কেসমত দালালের ছেলে মেজবাহ দালাল (২৫) ও  কলারোয়া উপজেলার রুদ্রপুর গ্রামের আল আমিন দালাল (১৬)।
জানা যায়,  মঙ্গলবার রাত ৯টার দিকে তারা  কলারোয়া থেকে ভ্যানে করে বাঁশ নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিল। পথিমধ্যে অন্নের মোড়ে ঢাকাগামি একে ট্রাভেলস এর একটি পরিবহন সামনের দিক থেকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মেজবাহ দালাল।  স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সামছুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া থেকে ইঞ্জিনভ্যান চালিয়ে  তার চাচা ইসহাক আলী (৫০)বাড়ি ফিরছিল। পথিমধ্যে যশোর- সাতক্ষীরা সড়কের  গোপনীনাথপুর পাওয়ার হাউজ মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্নের মোড়ে দুর্ঘটনা কবলিত ঢাকাগামি একে ট্রাভেলস এর একটি পরিবহন ওই ভ্যানে ধাক্কা মারে । গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার চাচার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত উপপরিদর্শক কুমকুম ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান পৃথক ঘটনায় দু’ভ্যান চালকের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!