স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেনের মা মোছাঃ রাহেতুন্নেছা (৯০) বার্ধক্যজনিত কারণে ১ জানুয়ারী বুধবার ভোরে ভেলুয়া ইউনিয়নের শিমুলচড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি আতিউর রহমান আতিক এমপি, একেএম ফজলুল হক চাঁন এমপি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।