শ্রাবনীর জিপিএ-৫ লাভ
ছাতকের তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে শ্রাবনী দাস জিপিএ-৫ লাভ করেছে। সে পৌর শহরের তাতিকোনা গ্রামের শংকর দাস ও জলি রানী দাসের একমাত্র কন্যা। তার ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটি নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার উজ্জল ভবিষ্যত কামনা করেছেন দাদা বিমল চন্দ্র দাস ও দাদী সাথী রানী দাস।
জেসিয়া’র জিপিএ-৫ লাভ
ছাতক পৌর শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে মোছাঃ মাছুমা আক্তার জেসিয়া জিপিএ-৫ লাভ করেছে। সে ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ ইলিয়াস আলী ও ফাতেমা আক্তার মনির কন্যা। ডাক্তার হতে আগ্রহী জেসিয়া সকলের দোয়া প্রার্থী। দাদা মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন তার উজ্জল ভবিষ্যত কামনা করেছেন।
শিব্বির ভবিষ্যতে
উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী
ছাতকের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শিব্বির আহমদ জিপিএ-৫ অর্জন করেছে। সে কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের মাওঃ হাজী নূরুল ইসলাম ও জোবায়দা বেগমের পুত্র। এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্যে শিক্ষক-শিক্ষিকার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী শিব্বির সকলের দোয়া প্রার্থী।
লিজা’র জিপিএ-৫ লাভ
লিজা তালুকদার ছাতকের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ লাভ করেছে। সে মন্ডলীভোগ ঘোষ বাড়ির কৃষ্ণ তালুকদার ও গৃহিনী চম্পা তালুকদারের কন্যা। লিজা তালুকদার তার এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য পিতা-মাতা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।
জেএসসিতে শিরিনের জিপিএ-৫ লাভ
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফাতেমা আক্তার শিরিন জিপিএ-৫ লাভ করেছে। তার এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির কাছে সে কৃতজ্ঞ। সে পৌর শহরের বাগবাড়ি গ্রামের মৃত এখলাছ মিয়া ও মৃত ফুলেছা বেগমের একমাত্র কন্যা। ভবিষ্যতে ব্যারিষ্টার হতে আগ্রহী শিরিন সকলের দোয়া প্রার্থী।