বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেধাবী মুখ : ছাতক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৯:০৬ অপরাহ্ণ

Chhatak photo--Sraboniশ্রাবনীর জিপিএ-৫ লাভ
ছাতকের তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে শ্রাবনী দাস জিপিএ-৫ লাভ করেছে। সে পৌর শহরের তাতিকোনা গ্রামের শংকর দাস ও জলি রানী দাসের একমাত্র কন্যা। তার ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটি নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার উজ্জল ভবিষ্যত কামনা করেছেন দাদা বিমল চন্দ্র দাস ও দাদী সাথী রানী দাস।

Shamol Bangla Ads

Chhatak photo--Jciyaজেসিয়া’র জিপিএ-৫ লাভ
ছাতক পৌর শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে মোছাঃ মাছুমা আক্তার জেসিয়া জিপিএ-৫ লাভ করেছে। সে ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ ইলিয়াস আলী ও ফাতেমা আক্তার মনির কন্যা। ডাক্তার হতে আগ্রহী জেসিয়া সকলের দোয়া প্রার্থী। দাদা মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন তার উজ্জল ভবিষ্যত কামনা করেছেন।

 

Shamol Bangla Ads

Chhatak photo--Shibbirশিব্বির ভবিষ্যতে
উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী
ছাতকের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শিব্বির আহমদ জিপিএ-৫ অর্জন করেছে। সে কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের মাওঃ হাজী নূরুল ইসলাম ও জোবায়দা বেগমের পুত্র। এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্যে শিক্ষক-শিক্ষিকার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী শিব্বির সকলের দোয়া প্রার্থী।

Chhatak photo--Lizaলিজা’র জিপিএ-৫ লাভ
লিজা তালুকদার ছাতকের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ লাভ করেছে। সে মন্ডলীভোগ ঘোষ বাড়ির কৃষ্ণ তালুকদার ও গৃহিনী চম্পা তালুকদারের কন্যা। লিজা তালুকদার তার এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য পিতা-মাতা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।

Chhatak photo--Shirinজেএসসিতে শিরিনের জিপিএ-৫ লাভ
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফাতেমা আক্তার শিরিন জিপিএ-৫ লাভ করেছে। তার এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির কাছে সে কৃতজ্ঞ। সে পৌর শহরের বাগবাড়ি গ্রামের মৃত এখলাছ মিয়া ও মৃত ফুলেছা বেগমের একমাত্র কন্যা। ভবিষ্যতে ব্যারিষ্টার হতে আগ্রহী শিরিন সকলের দোয়া প্রার্থী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!