চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা জামায়াত সম্পাদকের সহোদর আব্দুল হাকিমকে (৪০) গ্রেফতার করেছে। বুধবার দুপুর ১টার দিকে পুলিশ তাকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা জামায়াত সম্পাদকের সহোদর আব্দুল হাকিম (৪০) গত ১০ অক্টোবর দর্শনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিবিরকর্মী রফিকুল ইসলাম নিহত হন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাকিম।