ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রুহিয়া থানা এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন স্থাণীয় বিএনপি।
হরতালকারীরা রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে কাঠের গুড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এসময়ে ওই এলাকায় সব ধরনের দোকান পাট, ব্যাংক-বীমা অফিস বন্ধ ছিল।
রবিবার রাতে ঠাকুরগাঁও শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হককে গ্রেপ্তার করে পুলিশ।