শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃংখলা স্বাভাবিক রাখা ও ভোটারদের উদ্বুদ্ধকরন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম, মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ শুকুর আলী। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোলা নিজামুল হক ও সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মলিক, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান দুলাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আঃ সাত্তার, এ্যাড. হাবিবুর রহমান ও যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা প্রমূখ। সভায় জেলা প্রশাসক বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ওইদিন কেউ বিশৃংখলার সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে।