চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় মদ, ১২০ বোতল ফেনসিডিল ও ৫টি বাইসাইকেল আটক করেছে। আটককৃত মালের মূল্য ৩ লক্ষ টাকা।
বিজিবি জানায়, বুধবার ভোর ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খানের নেতৃত্বে হাবিলদার করিম ও শওকত আলীর সঙ্গীয় ফোর্সসহ সীমান্তের ৭৫ ও ৭৩ নম্বর মেইন পিলারের কাছে অভিযান চালিয়ে এসকল মাদকদ্রব্য উদ্ধার করে। অন্যদিকে রাত সাড়ে ৪ টার দিকে বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার জিলুর রহমান সীমান্তবর্তী রতিরামপুর মাঠে অভিযান চালিয়ে ৮৩ বোতল মদ ও ৫টি বাইসাইকেল আটক করে।