চুয়াডাঙ্গা প্রতিনিধি : ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রথম দিনে চুয়াডাঙ্গায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির (একাংশের) সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, এম এম শাহাজাহান মুকুল, মাবুদ সরকার, রওফুন নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি প্রমুখ।
বক্তারা আটককৃত নেতাকর্মীদের মুক্তি এবং ঘোষিত তফসিল অনুযায়ি আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন বন্ধের জোর দাবি জানায়।