শ্যামলবাংলা ডেস্ক : গোপালগঞ্জ নিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কটুক্তির অভিযোগে তার বিরুদ্ধে করা দ্বিতীয় মামলাটিও গ্রহণ করেননি আদালত।
বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মোল্লা আদালতে ওই অভিযোগ জমা দেন। শুনানির পর ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর খালেদা জিয়ার বক্তব্যে বাদির কীভাবে মানহানি হয়েছে- তা স্পষ্ট নয় বলে ওই মামলাও গ্রহণযোগ্য হয়নি।
মঙ্গলবার জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে আদালতে একই অভিযোগ নিয়ে গেলে শুনানি শেষে বিচারক তা ফিরিয়ে দেন।
উল্লেখ্য রবিবার পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টন কার্যালয়ে যাওয়া চেষ্টা করে পুলিশের বাধায় ব্যর্থ হওয়ার পর এক নারী পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ওই সময় প্রধানমন্ত্রীর জেলা গোপালগঞ্জ নিয়েও মন্তব্য করেন বেগম জিয়া।
ওই বক্তব্যের পর গোপালগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশ থেকে খালেদা জিয়ার সমালোচনা করা হয়।