বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে আ’লীগের নির্বাচনী বোর্ডের মনিটরিং সেলের সদস্য বজলুল করিমের মত বিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ২:৫৪ অপরাহ্ণ

kulaura B Karimমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগের আসন্ন সংসদ নির্বাচনী বোর্ডের মনিটরিং সেলের সদস্য ও মৌলভীবাজার-২ আসনের নৌকা মার্কা প্রত্যাহারকারী প্রার্থী পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম (বিপিএম) এর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া পৌর শহরের ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্টে সৈয়দ বজলুল করিম সভাপতির বক্তব্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  তিনি বলেন, আসন্ন দশম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া-কমলগঞ্জ (আংশিক) আসনে আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতিকের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলাম এবং পরবর্তীতে জাপার সাথে আসন সমঝোতার কারণে কেন্দ্রের হাই কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করি। তিনি বলেন কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ইতিপূর্বে আমি কুলাউড়া-কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা সমিতিতে অংশ নেয়ার মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারনা ও কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছিলাম এবং সবার সহযোগিতা পেয়েছি। তাই কুলাউড়াবাসী ও কর্মরত সাংবাদিকদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন আগামীতে আমি কুলাউড়া বাসীর উন্নয়নে কাজ করে যাবো।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সাংবাদিক বিশ্বজিৎ দাশ, তারেক হাসান, খালেদ হোসেন, আব্দুল কুদ্দুস, সাইদুল হাসান শিপন ও এইচ ডি রুবেল। এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি নুরুল ইসলাম, জনতা ব্যাংক কুলাউড়া শাখার সিনিয়র অফিসার অমূল্য দেব প্রমুখ। পরে তিনি প্রতি ২০১৪ সনের ডাইরী ও ক্যালেন্ডার সাংবাদিকদের হাতে তুলে দেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!