কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে মঙ্গলবার রাতে শ্লীলতাহানীর চেষ্টা ও উত্যক্ত করার অপরাধে রমজান আলী (২৩) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রমজান মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ফুইনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাহাদুর সাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনের বাড়িতে ভাড়া থেকে কালীগঞ্জের প্রান কারখানায় ইলেক্ট্রিশিয়ান পদে চাকুরি করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খাইরুল আলম জানান, রাত সাড়ে ৭টার দিকে জামালপুর গ্রামের ছাত্রীর নিজ বাড়ির টয়লেটে যাওয়ার সময় ওই ছাত্রীকে রমজান টানাটানি ও শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন গিয়ে রমজানকে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহ্সান তালুকদারকে অবগত করেন। ইউএনও’র নির্দেশে রাত ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শ্লীলতাহানীর চেষ্টা ও উত্যক্ত করার অপরাধে রমজান আলীকে দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রমজান চাকুরির পাশাপাশি স্থানীয় জামালপুর কলেজে একাদশ শ্রেনীতেও লেখাপড়া করেন।