কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার এক ব্যবসায়ীর বাড়ীতে আইনের লোক পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছে ৩ জন। নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
আহত গৃহকর্তী রহিমা বেগম জানান, মঙ্গলবার রাত ২টায় উপজেলার পৌরসভার চান্দাইয়া গ্রামের কাপড় ব্যবসায়ী ফজলুল হকের বাড়ীতে ৭/৮ জনের একটি দল নিজেদেরকে আইনের লোক পরিচয় দিয়ে ঘরে প্রবেশের চেষ্ঠা করে। বাড়ী মালিক দরজা না খোলায় এক পর্যায়ে ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে কি আছে দিতে বললে, ফজলুল হকের স্ত্রী রহিমা বেগম (৩৫) ডাকাত দলের একজনকে চিনে ফেলে। পরে ডাকাতরা তাকে দা দিয়ে এলোপাতারি কুপাতে থাকে। তাকে বাঁচাতে এসে হামলার শিকার হন স্বামী ফজলুল হক (৪৩), ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সজিব (১৫)। এ সময় ডাকাতরা নগদ ১ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল এলেও ততক্ষনে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আহত ৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রহিমা বেগমকে রেখে ফজলুল হক ও সজিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর ফজলুল হকের ছোট ভাই শহিদুল্লাহ রাত ৩টায় কালীগঞ্জ থানায় এসে পুলিশকে বিষয়টি অবগত করলেও পুলিশ প্রশাসন বুধবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ককটেল, সাবল ও সেলাইরেঞ্জ উদ্ধার করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূইয়া জানান- এটা ডাকতি নয়, জমি-জমা সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।