আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান নির্বাচিত কমিটির প্রথম ওই নির্বাহী সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান। প্রেসক্লাবের সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সাধারণ সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পল্টু, সাহিত্য ও পত্রিকা সম্পাদক এমএ মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য শেখ মোসলেম আহমেদ, শিক্ষক দীপক শেঠ ও মনিরুল ইসলাম মনি সভায় উপস্থিত ছিলেন।