আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) ঃ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ বিষয়ে কলারোয়ায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরার আরডিসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ইকবাল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সরদার মুজিব, অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলি, সাংবাদিক গোলাম রহমান, রাশেদুল হাসান কামরুল, শেখ ফিরোজ আহমেদ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।