জাহিদ হাসান; অভিনয়ের পাশাপাশি যুক্ত রয়েছেন পরিচালনাতেও। কথা হয় তার সাথে-
২০১৩ সাল কেমন কাটল?
সবসময় কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিটা মেলে না। তবুও আল্লাহর রহমতে এ বছরটা বেশ ভালোই কেটেছে। দেশের চলমান পরিস্থিতির কারণে বছরের অর্ধেক সময় ধরে অন্য সবার মতো আমিও ছেলেমেয়েদের স্কুল থেকে শুরু করে সবকিছু নিয়েই বেশ চিন্তিত ছিলাম।
কোন জেলার মিষ্টি পছন্দ করেন?
আমার জন্মস্থান সিরাজগঞ্জ। এই জেলার মিষ্টি আমার খুব পছন্দ। তাই সিরাজগঞ্জেই ‘সুইট মানে মিষ্টি’ ধারাবাহিক নাটকের কাজ করেছি।
বাংলাভিশনে প্রচার হচ্ছে ‘বাতিঘর’। আপনার জীবনের বাতিঘর কে?
আমার বাবা।
নতুন বছরে চলচ্চিত্র-
নতুন অনেক কাজ করার পরিকল্পনা আছে। দেশের পরিস্থিতি ঠিক হলেই সেগুলোর কাজ শুরু করব। এছাড়া অনেকদিন ধরেই চলচ্চিত্র নির্মাণ নিয়ে আলোচনা করছি। ফলে আগামী বছর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব বলে আশা করছি।
আপনার অভিনয়ের সমালোচক কে?
আমার অভিনয়ের সবচেয়ে বেশি সমালোচক আমার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ।
পুষ্পিতা ও জারিফ কি নিয়মিত অভিনয় করবে?
এটা আমি আসলে বলতে পারব না। আসলে ওরা নিয়মিত অভিনয় করবে কি-না সেটা ওদেরই সিদ্ধান্ত। ওরা যে কাজই করতে চাইবে বাবা হিসেবে তাতেই আমি সাধুবাদ জানাব।
সাংবাদিক হলে কার সাক্ষাতকার নেবেন?
সাংবাদিকতা অনেক বিশাল একটি বিষয়। সমাজের সব ক্ষেত্রের বিশেষ বিশেষ ব্যক্তিদের সাক্ষাতকার নিতে চাই।