যামলবাংলা বিনোদন :
১. মাহী
২. বর্ষা
৩. ববি
সেরা নায়িকার ক্যাটাগরিতে ছবির সংখ্যা ও ক্যারিয়ার গড় সাফল্যের বিচারে মাহী এ বছরের সেরা চলচ্চিত্র তারকা। এ বছর তিনি বেশ কয়েকটি সফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
বর্ষা এদের ভেতরে সিনিয়র হলেও এবছর মাত্র একটি ছবি ও একটি টিভি বিজ্ঞাপন নিয়েই শীর্ষ তালিকায় এসেছেন।
তৃতীয় অবস্থানে রয়েছেন ববি। তবে ববি বছরজুড়ে সফল ছবির নায়িকার পাশাপাশি স্ক্যান্ডালেও বেশ আলোচিত ছিলেন।