শ্যামলবাংলা বিনোদন :
১. শাকিব খান
২. অনন্ত জলিল
৩. আরেফিন শুভ
সারা বছরজুড়ে আলোচনা আর প্রশংসা ও বছরের ক্যারিয়ার গ্রাফ অনুযায়ী শাকিব খান এ বছর তুলনামূলক অনেক কম ছবিই মুক্তি পেয়ে তার। কিন্তু কম ছবি করলেও বেশ কয়েকটি সুপারহিট ছবিই উপহার দিয়েছেন তিনি। এর ভেতর ‘মাই নেম ইজ খান’ অন্যতম। ছবির ব্যবসা বা বাজার নিয়ে সংশয় থাকলেও প্রচারের ঢোলে এগিয়ে ছিল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’।
অন্যদিকে বছরে মাত্র একটি ছবি দিয়েই সারাবছরে যে হিটলিস্টে থাকা যায় তা এবারও প্রমাণ করেছেন চিত্রনায়ক এম এ জলিল অনন্ত। নানামুখী আলোচনায় যেন মুখর ছিলেন তিনি। তার ‘নিঃস্বার্থ ভালোবাসা’ বছরের সেরা ব্যবসাসফল ছবি, পাশাপাশি একটি টেলিকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে সবকিছু মিলিয়ে শীর্ষ ৩ এ অনায়াসেই জায়গা ছিল তার।
এর পাশাপাশি দর্শকপ্রিয়তার জরিপে এ বছরই অভিষিক্ত আরেফিন শুভর নাম চলে আসে। তবে তার সাফল্য এখনও প্রত্যাশার ঘরে। সেই প্রত্যাশা হয়ত সামনের বছর প্রমাণ করবেন তিনি।