মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোনারগাঁয়ের আলোচিত যত ঘটনা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৬:০৩ অপরাহ্ণ

2013
নানা আলোচিত ঘটনার মধ্যদিয়ে বিদায় নিল ২০১৩। বিদায়ী বছরটি সোনারগাঁবাসীর কারও জন্য আশীর্বাদ হলেও কারও কারও জন্য তা ছিল বেদনার।  বছরের শুরুতে ১৮ ফেব্রুয়ারি উপজেলার মঙ্গলেরগাঁওয়ে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করা হয় ৫ বছরের শিশু সোয়াইবকে। হৃদয় বিদারক এ হত্যাকাণ্ডের রেশ মুছতে না মুছতে ১৯ এপ্রিল রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে ফোর মার্ডারের মত নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরিকল্পিতভাবে স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে তার দ্বিতীয় স্ত্রী শামীমা আক্তার, শ্যালক রানা ও  গৃহপরিচারিকা মনি ও রেখাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের হাতে ওই ফোর মার্ডারের সাথে জড়িত আসামি উপজেলার প্রতাপেরচর গ্রামের আলাউদ্দিনের ছেলে শামীম রেজার মৃত্যুর নিয়ে থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রিমান্ড ছাড়াই শামীম রেজাকে থানায় ৭ দিন আটকে রেখে টর্চারসেল ও কোয়ার্টারের ছাদে নিয়ে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়। এতে তার নির্মম মৃত্যু হলে হত্যার অভিযোগে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খাঁন, ওসি (তদন্ত) অরূপ তরফদার ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উত্তম প্রসাদ পাঠক ও এসআই পল্টু ঘোষের বিরুদ্ধে মামলা হয়। দেশ পেরিয়ে বহির্বিশ্বেও এ হত্যার বিষয়টি ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে।

Shamol Bangla Ads

এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি আব্দুল্লাহ্ আল কায়সার ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের মধ্যে সৃষ্ট দ্ব›েদ্ব উভয় নেতার সমর্থকদের মাঝে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে ২ জুন থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের কর্মী-সমর্থক ছাড়াও পুলিশের দু’সদস্য মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী হোসেন বাদী হয়ে মোস্তাফিজুর রহমানসহ তার পক্ষের ২১জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন এবং ৪ জুন রাতে সোহাগ রনি বাদী হয়ে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ এনে মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে ২৮জন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা করে। একই দ্বন্দ্বের জের ধরে ১০ নভেম্বর রাত ৯টার দিকে সোনারগাঁও শপিং কমপ্লেক্সের সামনে যুবলীগ নেতা সামসুজ্জামান সামসুকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ বিরোধীয় দু’গ্রুপ একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করে। উপজেলার জামপুর ইউপির মিরেরটেক বাজারে অবস্থিত প্রিন্স ডিজিটাল স্টুডিও’র মালিক শাহীনকে ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে তার স্টুুডিও’র অভ্যন্তরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পিতা আবুল হাশেম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন।  স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা চেয়ে না পেয়ে নিজের ৭ বছরের শিশু-সন্তান ওমর ফারুক জিদনীকে হত্যা করে পাষণ্ড পিতা রফিকুল ইসলাম। ১৭ নভেম্বর রাতে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত সেভওয়ে সিএনজি পাম্পের পেছন থেকে নিহত শিশু জিদনীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত জিদনীর মা রোজিনা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে সোনারগাঁও উপজেলার পার্শ্ববর্তী বন্দর থানার বিএনপি নেতা শিশিরের ছোটভাই ব্যবসায়ী মানিককে কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ (সাবদী) এলাকায় তার নিজ বাড়ি থেকে ৩ ডিসেম্বর রাতে র‌্যাব পরিচয়ে ধরে নিয়ে দুই হাতের ছয়টি আঙ্গুল কেটে সোনারগাঁওয়ের সীমানাবর্তী লাঙ্গলবন্দ ব্রিজের সামনে নামিয়ে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। রাস্তায় সাইড না দেয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৭ ডিসেম্বর দুপুরে ঢাকা-চঈগ্রাম মহাসড়কের জালৎাল বাসস্ট্যান্ড এলাকায় সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে সিএনজিচালক হানিফাকে ট্রাকের নিচে ফেলে হত্যা করে মোটরসাইকেল আরোহী বন্দর থানার ধামগড় ইউনিয়নের আমৈর গ্রামের মৃত মালেক মুন্সীর ছেলে আল আমিন ও তার এক সহযোগী। এছাড়া বিদায়ী বছরের শেষদিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া কাঁচাবাজার সংলগ্ন মা মমতা চিকিৎসালয়ে লম্পট ডা. রানা স্কুল-কলেজের ছাত্রীসহ সুন্দরী তরুণীদের সিনেমার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে। সেসময় এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।  অপরদিকে জাপার নাটকে নড়েচড়ে বসে সোনারগাঁয়ের নির্বাচনী পরিস্থিতি। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সাংসদ আবদুল্লাহ্ আল কায়সার, তৎকালীন উপজেলা চেয়ারম্যান মুষিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, শিল্পপতি মনির হোসেন ও আওয়ামী লীগ নেতা আবু হোসেন চৌধুরী সাইদুল। পরে দলীয় হাইকমান্ট মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে মনোনয়ন দেয়।

Shamol Bangla Ads

এদিকে বিগত নির্বাচনের পর থেকে উপজেলা জাতীয় পার্টিকে চাঙ্গা করে রাখেন হুঁসেইন মুহম্মদ এরশাদের পালিত কন্যা অনন্যা হুঁসেইন মৌসুমী। কিন্তু শেষ মুহূর্তে জাপার মনোনয়ন বাগিয়ে নেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। দলীয় প্রার্থীদের মনোনয়ন দাখিল করার পর হঠাৎ জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়ায় বিনাপ্রতিদ্ব›দ্বীতায় সাংসদ হওয়ার সম্ভাবনা দেখা দেয় মোশারফ হোসেনের। কিন্তু পরে আওয়ামী লীগ ও জাপার সমঝোতার ভিত্তিতে দলীয় হাইকমান্টের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন মোশারফ হোসেন। এতে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সোনারগাঁও আসনের সাংসদ নির্বাচিত হন জাপা নেতা লিয়াকত হোসেন খোকা।  মজনু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!