সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সদর উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে জেলা মহিলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাবিবে মিলাত মুন্না, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বিমল কুমার দাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলামকে হত্যা করেছে। তারা এই হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শাস্তি দাবী করেন। এদিকে এই হত্যাকান্ডের পর বাঐতারা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জবান আলীর ভাই আবু সামা সহ ২০ জনকে আটক করেছে পুলিশ। উলেখ্য গতকাল বিকেল সদর উপজেলার ছাতিয়ানতলী পুরাতন বাজার এলাকায় সদর উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দূবৃত্তরা। এ ঘটনার পর বিক্ষুব্ধ আওয়ামীলীগ নেতাকর্মীরা অন্ততঃ ১০টি বাড়িতে আগুণ ধরিয়ে দেয়।