ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পর্শ্চিম আউড়া গ্রামের কাদরিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ,পীরে কামেল হযরত মৌলভী আব্দুল সত্তার হাওলাদার আল হাচানী-আল মাইজভান্ডারী (কঃ ছঃ আঃ) সোমবার দুপুরে তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিলাহে……রাজিউন)। তিনি,৪ ছেলে,৬ মেয়ে ও ১ ভাইসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।