শেরপুর প্রতিনিধি : আন্দোলনের নামে বিরোধী দলের সন্ত্রাস-নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ওসমাবেশ করেছে আওয়ামী ওলামা লীগ।
৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জেলা ওলামা লীগের ব্যানারে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর-১(সদর) আসনের প্রার্থী আতিউর রহমান আতিক এমপি।
জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলা মোঃ সুরুজ্জামান, সহ-সভাপতি মো: শরাফত আলী, মাওলানা মো: নুরুল আমীন, মাওলানা মোঃ ফজলুর রহমান, মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা এডভোকেট রফিকুল ইসলাম আধার, অধ্যক্ষ গোলাম হাসান সুজন, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল হাসান উৎপল, আব্দুল মতিন, ছাত্র লীগ নেতা জুনায়েদ নুরানী মনি, নাজমুল ইসলাম সম্রাট প্রমূখ।