রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার নওগাঁর রাণীনগরে ১৮ দলীয় জোটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিএনপি’র মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মতিউর রহমান ম্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুবদলের সভাপতি এমদাদ হোসেন, থানা জামায়াতের সেক্রেটারী ডাঃ আনজির হোসেন প্রমূখ।