রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : একটি দেশী জাতের গাভী একই সঙ্গে একটি বকন ও একটি ষাড় প্রসব করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে । ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলাধীন চাকিরপশার তালুক গ্রামে। ওই গ্রামের মোঃ সৈয়দার রহমানের পুত্র তৌহিদুর রহমান (২৮) এর পালিত একটি দেশী জাতের গাভী রবিবার রাতে দু’টি বাচ্চা এক সঙ্গে প্রসব করে। তৌহিদুর রহমান বলেন, রবিবার ভোর ৫ টা ৩০ মিনিটে তার গাভীটি দু’টি বাচ্চা জন্ম দেয় এবং দু’টি বাচ্চাই বর্তমানে সুস্থ্য ও সবল রয়েছে। গাভীটি বর্তমানে দু’টি বাচ্চাকেই ভালভাবে দুধ পান করতে দেখা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশ পাশসহ দূর-দূরান্তের বিভিন্ন বয়সী নারী-পুরুষ গাভীটিকে দেখার জন্য প্রতিনিয়ত ওই বাড়িতে ভিড় করছে। উলেখ্য, উক্ত তৌহিদুর রহমান একজন সফল চাষী হিসেবে ২০০৯ ইং সনে উত্তর বঙ্গের তরুণ শ্রেষ্ঠ চাষী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাজ থেকে ক্রেষ্ট ও নগদ অর্থ ৫ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন।