রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ার এলাকার ইসলামনগরে জসিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করেছে। ৩০ ডিসেম্বর সোমবার রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। আহত জসিমকে ওই রাতে আশংকাজনক অবস্থায় তার স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, আহত জসিম ওই এলাকার একজন জুয়ারী ও সন্ত্রাসীদের গডফাদার হিসাবে পরিচিত। সে এলাকায় প্রভাব বিস্তার করতে গিয়ে অনেকের সাথে বিরোধে জড়ায়। অপর একটি সূত্র থেকে জানা যায় সোমবার রাতে ইসলামনগরে জসিমকে নেশাগ্রস্থ রাস্তায় পেয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা প্রথমে এলোপাতারি কোপায়। পরে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় মানিকছড়ি কুল গ্রামের বাসিন্দা মরহুম চাঁনবক্স এর পুত্র আহত জসিম দীর্ঘদিন প্রবাস জীবনে ছিল। তার বিরুদ্ধে এলাকায় শালিশ বিচারের নামে চাঁদাবাজী ও ভূমি জবরদখলে অনেক অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাউজান পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সহসিন জসিমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির কথা স্বীকার করেছে।