রাউজান(চট্টগ্রাম)সংবাদদাতা. রাউজানের বাগোয়ান ইউনিয়নের হ্রদের খালে ভাসমান অবস্থা থেকে শাহ আলম(৪৫) নামের এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকাল চারটার দিকে লাশটি পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়। থানার উপপরিদর্শক মোহাম্মদ নুরুনবী জানিয়েছেন লাশের গায়ে থাকা জ্যাকেটের ভিতর পাওয়া একটি ফোন নাম্বার থেকে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হতভাগ্য শাহ আলম আনোয়ারা থানার চরলক্ষ্যা গ্রামের মৃত আবুল খায়ে এর পুত্র। তিনি চট্টগ্রামের একটি পণ্যবাহী জাহাজ এইচএএম-২ নৈশ প্রহরীর চাকুরি করতেন। পুলিশের ধারণা নদীতে পড়ে গিয়ে এই ব্যক্তির মারা গেলে লাশ কর্ণফুলী নদী হয়ে এই খালে প্রবেশ করেছে।