মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সরদার মাসুক মিয়া(৩০)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মহলাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের করিম উল্লার ছেলে ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মহলাল বাজারে অভিযান চালিয়ে একটি মাইক্রবাস (মৌলভীবাজার মেট্র ট-১১.৯৬০৫) গাড়িসহ থাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃআজিজুর রহমন বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।