শ্যামলবাংলা বিনোদন : জনপ্রিয় অভিনেত্রী শাবনূর পুত্র সন্তানের মা হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওব্যান হাসপাতালে ডা. জিকলি’র তত্ত্বাবধায়নে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এর আগে সন্তান সম্ভবা হিসাবে ২৬ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি হন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। প্রথমবারের মত মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসপাতালে উপস্থিত আত্মীয়-স্বজনদের কাছে শাবনূর বলেন, এ এক অন্যরকমের সুখ। যার রূপ ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।
শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বোন ঝুমুর ও তার স্বামী সার্বক্ষণিক শাবনূরের সঙ্গে রয়েছেন। আর শাবনূরের স্বামী অভিনেতা ও ব্যবসায়ী অনীক এ মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। অনীক বলেন, খুব ইচ্ছে ছিল সন্তানের জন্মের সময় পাশে থাকব। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে যেতে পারি নি। তাই মনটা খুব খারাপ ছিল। সবার কাছে দোয়া চাই যেন মা ও ছেলে সুস্থ থাকে।
উল্লেখ্য, শাবনূর ও অনীক বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় ‘বধূ তুমি কার’ ছবিতে প্রথম একসাথে অভিনয় করেন। সেখান থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।