বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতার নেতৃত্বে আওয়ামীলীগের একটি অংশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর (লাঙ্গল-প্রতীকের) সমর্থন জানিয়েছেন।এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রত্তন আলী শরীফ বীর প্রতীকের সভাপতিত্বে এক নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।সভায় বক্তব্যে রাখেন জাতীয় পার্টির আহবায়ক খালেদা ওহাব,ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান মিলন,যুবলীগের সহ-সভাপতি কাজী মাইদুল ইসলাম লিটন,কাইউম খান, যুবলীগ নেতা মাইনুল ইসলাম পারভেজ,সরোয়ার মাহামুদ ফকির,জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুকিতুর রহমান কিসলু,রহমতপুর ইউপি আ’লীগ সভাপতি সামসুল হক প্যাদা,বাবুল আকন,মাছুম মৃধা,মনির হোসেন মাস্টার,রত্তন আলী শরীফ,জাতীয় পার্টির নেতা শহিদুল হক মাস্টার প্রমূখ।সভায় বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের একটি অংশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে সমর্র্থন করেন।অপর দিকে সন্ধায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান মিলন,জাতীয় পার্টির আহবাযক খালেদা,ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুকিতুর রহমান কিসলুর নেতৃত্বে বাবুগঞ্জ কলেজ গেটে লাঙ্গল প্রতীকের সমর্থনে মিছিল বের করে।