বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এ্যাড .শেখ মো. টিপু সুলতানের পক্ষে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তার দলীয় নেতাকর্মীরা ৩১ ডিসেম্বর ভোটারদের সমর্থন আদায়ের জন্য কেদারপুর ও রহমতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়াডের্র আঃলীগ ও ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গনসংযোগ করেন। বিকেলে কেদারপুরের পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হাতুড়ি প্রতিকের পক্ষে আঃ লীগ নেতা ও কেদারপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আঃ রহিম মাষ্টারের সভাপতিত্বে জন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আ;লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক নজরুল হক নিলু, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার, টিএম শাহজাহান , আ’লীগ নেতা মোঃ জাকির হোসাইন ,মুক্তিযোদ্ধা আনিচুর রহমান সিকদার, আঃলীগের নেতা আঃ মান্নান মাষ্টার , অধ্যাপক গোলাম হোসেন, যুবমৈত্রী নেতা আজিজুর রহমান বাবুল ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ সুমন প্রমুখ। অপরদিকে, গতকাল দিনভর এ্যাড .শেখ মো. টিপু সুলতান মুলাদি উপজেলার ছবিপুর, আমানতগঞ্জ ও নোমরহাট এলাকায় গনসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন মুলাদি উপজেলা আঃলীগের সহ সভাপতি এ্যাড.আঃ মালেক রাঢ়ি, জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহমেদ, ওযার্কার্স পার্টির উপজেলা সম্পাদক সেলিম প্রমুখ। এ সময় তিনি বিভিন্ন শ্রেনী ও পেশাজীবী সংগঠনের মানুষের সাথে কুশল বিনিয়ম ও আসন্ন সংসদ নির্বাচনে হাতুড়ী প্রতিকে ভোট প্রার্থনা করেন।