আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ফাহমিয়া রব্বানী মৌমিতা ও দ্বিতীয় স্থান অর্জন করেছে আনিকা। তারা দুজনেই ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়।
মৌমিতার বাবা কালাইপাড় ঝালেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফ রব্বানী বলেন, তার ঐকান্তিক প্রচেষ্টা ও তার মা নাসরিন সুলতানার কঠোর পরিশ্রম, নিবির পর্যবেক্ষন এবং শিক্ষকদের অনুপ্রেরণায় এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। মৌমিতা সকলের কাছে দোয়া প্রার্থী।
ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাশ শিক্ষিকা মমতাজ বেগম বলেন, শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক চেষ্টায় বরাবরের ন্যায় এবারও তাঁদের ছাত্র-ছাত্রীরা ভাল ফল করেছে।