মিজানুর রহমান বিপ্লব,চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী তে নন্দা বাণিজ্যিক খামার জমি প্রভাবশালীদের দখলে এবং সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী তে নন্দা বাণিজ্যিক খামার নামে সরকারী সাড়ে ১১ শত বিঘা জমি রয়েছে। নন্দা বাণিজ্যিক খামার একটি প্রতিষ্ঠান চাষাবাদ করে । নন্দা খামারের জমির অংশ হিসাবে বামনদিঘী বাজারের বিভিন্ন দিকের জমি বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহল দখল নিয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। নন্দা বানিজ্যিক খামারের জমি যদি কেহ নিতে চায় তাহলে সরকারের নিতীমালা অনুযায়ী বছরে লিজ নিয়ে ব্যবসা বানিজ্য করতে পারবে বলা থাকলেও এলাকার এক শ্রেনীর প্রভাবশালী মহল সরকারের রাজস্ব ফাকিঁ দিয়ে দীর্ঘ দিন যাবৎ দখল করে রয়েছে। একটি সূত্র জানায়, প্রভাবশালী মহল দখল কৃত পজিশন অন্যের কাছে ফিট হিসাবে অনেক অর্থের বিনিময়ে কেনা বেচা ব্যবসা চালায়। এলাকার একাধিক মহল নন্দা বানিজ্যিক খামারের জমি দখল নিয়ে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে অসাধু ব্যবসা চালিয়ে আসছে। খামারের জমি কেহ কেহ লিজ নিয়ে ব্যবসা বানিজ্য করছে আবার কেহ কেহ ক্ষমতার দাপটে জমি লিজ না নিয়েই জমি দখল নিয়ে রয়েছে ধীর্ঘদিন যাবৎ। এ ব্যাপারে নন্দা বানিজ্যিক খামারের এসএসিডিও কর্মকর্তা মোঃ খায়রুজ্জামান জানান, আমি এখানে নতুন এসেছি। প্রায় ৪ মাস হলো। নন্দা বানিজ্যিক খামারের পুকুর ও আম বাগান লিজ নিয়ে স্থানীয় জনগন ব্যবসা করছে। কিন্তু বামনদিঘী বাজারের চারদিকের জমি কেহ লিজ নেই নাই। যে যে ভাবে পারে দখল নিয়ে ব্যবসা চালাচ্ছে । কেহ কেহ ক্ষমতার দাপটে দখল নিয়ে রয়েছে।