পাবনা প্রতিনিধি : মার্চ ফর ডেমোক্রেসি সমাবেশে বাধা ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবোধায়ক সরকারে দাবীতে ডাকা অবরোধ সর্মথনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা ১৮ দলীয় জোট। মঙ্গলবার সকালে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। পাবনা জেলা ১৮ দলের যুগ্ন আহবায়ক ও পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি ও পাবনা সদর উপজেলা ১৮ দলের আহবায়ক একেএম মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি শেখ তুহিন, জামায়াতের পাবনা সদর উপজেলা আমির অধ্যাপক আব্দুল গাফফার, পাবনা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক, মোসাব্বের হোসেন সন্জু, পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুর রব, পাবনা পৌরসভা জামায়াতের সেক্রেটারী ফজলুর রহমান প্রমুখ।