নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ আসন্ন জাতীয় ১০ম সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ আসনের নবাবগঞ্জ উপজেলা এলাকায় আওয়ামীলীগ প্রার্থী শিবলী সাদিকের নৌকা মার্কার একক প্রচারনা বেশ তুঙ্গে উঠেছে। তিনি বিভিন্ন এলাকায় জনসমাবেশে উপস্থিত হয়ে সভা করছেন। চালাচ্ছেন ভোট প্রার্থনার প্রচরনা। গুরুত্বপূর্ণ স্থান সমূহ ছাড়াও গ্রামে গঞ্জে ছড়িয়ে দেয়া হয়েছে পোষ্টার। লাগানো হয়েছে বাড়ী বাড়ী।
অপর দিকে একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী ওয়ার্কাস পার্টির রবিন্দ্রনাথ সরেনের তার হাতুড়ী মার্কার কোন প্রচারনায় নাই। এলাকাবাসী তাকে কেউ চিনেও না। তাকে কোন দিন দেখেও নাই। উপজেলার কোথাও তার পোষ্টার লাগানো হয় নাই। করে নাই সভা সমাবেশ। তার বাড়ী রাজশাহী বলে মনোনয়ন পত্রে উলেখ করা হয়েছে। মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি ১/২ দিনের মধ্যে ওই এলাকায় প্রচারনার কাজে নামবেন বলে জানান। এদিকে নির্বাচন দপ্তর নির্বাচনের কাজে নিয়োজিতদের প্রশিক্ষন সম্পূন্ন করেছে। উপজেলার ৫৪ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এরমধ্যে ২৩টি কেন্দ্রকে অধিক ঝুঁকি পূর্ন এবং ৩১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদিকে ভোট নিয়ে কি হবে না হবে তা নিয়ে জনতার মাঝে চলছে বেশ আলোচনা। তাদের ভাষায় তারা কিছুটা শংকিতও বটে।