তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে গভীর নলকূপের ট্রান্সফর্মা চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের মেম্বারকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। আগমীকাল তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার মোহর গ্রামের মোন্তাজ উদ্দিনের ব্যক্তি মালিকানা গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার রোববার দিবাগত রাতে চুরি হয়ে যায়। এনিয়ে মোন্তাজ বাদি হয়ে উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার সাজ্জাদ আলীকে অভিযুক্ত করে সোমবার সকালে তানোর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ গভীর নলকূপ এলাকায় অনুসন্ধান চালিয়ে একটি পকেট নোটবুক উদ্ধার করে। ওই উদ্ধারকৃত নোটবুকের সূত্র ধরে মেম্বার সাজ্জাদ আলীর ব্যাপারে অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, সাজ্জাদ মেম্বার এলাকার বিভিন্ন চুরি ডাকাতির সঙ্গে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির ও ডাকাতির মামলা রয়েছে। ট্রান্সফর্মা চুরির সঙ্গে সাজ্জাদ মেম্বার সরাসরি জড়িত রয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে তথ্য পেয়েছে। একারণে তাকে গ্রেফতার করে আদালতে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে।