টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভুয়াপুরে ১৬কেজি ওজনের দেড় ফুট লম্বা একটি রকেট সেল পাওয়া গেছে । শনিবার উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ী এলাকার কৃষি জমিতে এটি পাওয়া গেলেও বিষয়টি প্রশাসনের গোচরে আসে মঙ্গলবার ২টায়। নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল আই এন এনকে জানান, ২৯ ডিসেম্বর শনিবার বিকালে বাগানবাড়ী গ্রামের কৃষক আজাহার আলী তাং নিজ জমিতে চাষ করতে গিয়ে মাটির নিচে রকেট সেলটি দেখতে পান। তার পর তিনি সেটি উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে মঙ্গলবার দুপুরে তিনি রকেট সেলটি ইউনিয়ন পরিষদে জমা দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ইউনিয়ন পরিষদে গিয়ে রকেট সেলটি উদ্ধার করে। রকেট সেলটি উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন ভুয়াপুর থানার ভারপ্রাক্ত কর্মকর্তা হারেজ আলী মিয়া জানান, ঘটনাস্থল আরো রকেট সেল আছে কিনা বা বিস্ফোরক আছে কিনা আমরা পরিক্ষা করে দেখব।