ঝালকাঠি সংবাদদাতাঃ- এটিএন বাংলা ও এটিএন নিউজ’র শ্যামল সরকারকে আহবায়ক এবং দিগন্ত টিভি’র কাজী খলিলুর রহমানকে সদস্যসচিব করে ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে। টাউন হলের ‘স্বাধীন’ কার্যালয়ে দুলাল সাহার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত টিভি সাংবাদিকদের সভায় ১৩ সদস্যের এ কমিটি করা হয়। অন্যরা হলেন- দুলাল সাহা (চ্যানেল ওয়ান), হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি), মনিরুজ্জামান মনির (দেশ টিভি), জিয়াউল হাসান পলাশ (চ্যানেল ২৪), মোঃ হুমায়ূন কবির (বাংলাভিশন), মাসউদুল আলম (আরটিভি), শহিদুল আলম (গাজী টিভি), আজমির হোসেন তালুকদার (একুশে টিভি), জহিরুল ইসলাম জলিল (আরটিভি), কেএম সবুজ (এনটিভি) ও তরুণ সরকার (ক্যামেরাপারসন, এটিএন)।