মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার থেকে বিএনপি ও জামায়াত ইসলামের ৫ নেতা ও কুলাউড়ায় বিএপির এক কর্মীসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার ভোরে জুড়ী উপজেলার বাছিরপুর, বিডিয়ার ক্যাম্প বাজার,বড়ডহর ও কুলাউড়া উপজেলার পালগাও থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, জুড়ী জামায়াত-শিবিরের মো: তাজুল ইসলাম(২৮), ইলিয়াছ আলী(২২) ও বিএনপির জামাল হোসেন(৩৪),নজরুল ইসলাম(৩০),তাজুল ইসলাম(৩৫) অপর দিকে পৃথক অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির কর্মী জামরুল ইসলাম(২৫)কে আটক করেছে যৌথবাহিনী।
সোববার ভোরে উপজেলার রাউৎগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামরুল রাউৎগাও ইউনিয়নের পালগাও গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মাহবুবুর রহমান ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে করে বলেছেন, নাশকতার অভিযোগে তাদের আটক করেছে যৌথবাহিনী।