চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী শেখ হেলাল উদ্দীন একাডেমীর ২০১৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় একাডেমির চত্বরে বার্ষিক ফলাফল প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও অভিভাবক সাহেব আলী ফরাজী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুবলীগ সভাপতি অধ্যাপক মোঃ কাওসার আলী তালুকদার, কৃষি কর্মকর্তা আবু তালহা, প্রকৌশলী অমিতাব সানা, অভিভাবক মোঃ আবুল শেখ, প্রেসক্লাব সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, অলিউজ্জামান জুয়েল খলিফা, মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমুদ রঞ্জন বালা এবং শিক্ষক শামিম মাঝি, অবিনাশ মন্ডল, সৃতিকনা, অম্বরীশ প্রমূখ।