কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শিবপুর কবরস্থানের কাছে রাকিবুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে। রবিবার সকালে জেএসসি পরীক্ষার ফলাফল জানতে সে বাড়ি থেকে বের হওয়ার পর অপহৃত হয়। নিহত রাকিবুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়রপুর ইউনিয়নের বেড় বাড়াদি গ্রামের দুবাই প্রবাসী রিয়াজুল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে এলাকাবাসী শিবপুর কবরস্থনের কাছে স্কুল ছাত্র রাকিবুল ইসলামের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, রাকিবুল গতকাল সকাল দশটার দিকে জেএসসি পরীক্ষার রেজাল্ট নিতে বাই-সাইকেল যোগে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত সন্ত্রাসীরা রাকিবুলকে অপহরণ করে রাতের কোন এক সময় হত্যা করে। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।