মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় থার্টি ফাস্ট নাইটে মাতাল ও বখাটে ঠেকাতে মাঠে রয়েছে র‌্যাব-১১ সদস্যরা : সকল প্রকার পটকা, আতসবাজি, ককটেল ফাটানো সম্পূন্ন নিষিদ্ধ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৩:০৭ অপরাহ্ণ
কুমিল­ায় থার্টি ফাস্ট নাইটে মাতাল ও বখাটে ঠেকাতে মাঠে রয়েছে র‌্যাব-১১ সদস্যরা : সকল প্রকার পটকা, আতসবাজি, ককটেল ফাটানো সম্পূন্ন নিষিদ্ধ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ইংরেজি ২০১৩ বর্ষকে বিদায় ও ২০১৪ বর্ষকে বরণ করে নিতে ৩১ডিসেম্বর মঙ্গলবার  মধ্য রাতে থার্টি ফাস্ট নাইট উদ্যাপিত হবে। থার্টি ফাস্ট নাইটে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার পটকা, আতসবাজি, ককটেল বা যে কোন ধরনের বিস্ফোরণ দ্রব্যাদি বহন, ব্যবহার ফাটানো সম্পূন্ন নিষিদ্ধ করেছেন কুমিল­া জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যে কোন বিষয়ে পুলিশ কন্ট্রোল রুম কুমিল­া এর ফোন : ০৮১-৬৫০১২, মোবাইল: ০১৭২৭-১১৫৫৫০ নম্বরে যোগাযোগ করার জন্য কুমিল­াবাসীকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এ ছাড়া থার্টি ফাস্ট নাইটে কোন প্রকার মাদক বহন, সেবন বা মাতলামীসহ কোন উশৃঙ্খল আচরণ বা বিধি বর্হিভূত কোন কর্মকান্ড পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে কুমিল­া জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী জানান- থার্টি ফাস্ট নাইটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার পটকা, আতসবাজি, ককটেল বা যে কোন ধরনের বিস্ফোরণ দ্রব্যাদি বহন, ব্যবহার/ ফাটানো সম্পূন্ন নিষিদ্ধ করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এদিকে থার্টি ফাস্ট নাইটে মাতাল ও বখাটে ঠেকাতে মাঠে থাকছে র‌্যাব-১১ ও পুলিশের অতিরিক্ত সদস্য।
কুমিল­া কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ প্রতিনিধিকে জানান- নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও পুরো নগরী গোয়েন্দা নজরদারীতে রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!