কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক ও বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদের হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় অংশ নেয় কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক ইব্রাহীম খন্দকার, আহাম্মদ আলী, রফিক সরকার, মাফুজা আফরিন মনি, মোহাম্মদ আরমান মিয়া, কাজী শহিদ, প্রমূখ। এ সময় বক্তারা প্রবীন সাংবাদিক আফতাব আহমেদ হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।