কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার বিভিন্ন এলাকায় সম্প্রতি নাশকতা ও ঘর পুড়ানোর অভিযোগে ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কলারোয়া থানার ওসি শাহ দারা খাঁন পিপিএম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে দেয়াড়া গ্রামের মৃত মঈজুদ্দীন দফাদারের পুত্র আজগর আলী (৪০) এবং সোমবার রাতে পৃথক অভিযানে উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের অজিয়ার রহমানের পুত্র মুকুল হোসেন (২৮), মুরারীকাটি গ্রামের মৃত মোহরআলীর পুত্র আ.মতিন (৫০), গোপিনাথপুর গ্রামের আ.আজিজের পুত্র নজরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের হোসেন আলীর পুত্র নূর ইসলাম (৩৫) কে তাদের বাড়ি থেকে পুলিশ গ্রেফাতার করে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় নাশকতা ও ঘর পুড়ানোর অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।