শ্যামলবাংলা স্পোর্টস : তাদের বলা হয় বাংলাদেশের ক্রিকেটের মানিকজোড়। তাদের বন্ধুত্বটা বেশ গাঢ় তা সবারই জানা। ৬ মাস আগেও মিরপুরে একই ভবনে থাকতেন তারা দু’জন। বলা হচ্ছে, জাতীয় দলের ২ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের কথা। আজ আম্বার বিজয় দিবস টি২০ ফাইনালে মুখোমুখি হবেন ওই ২ বন্ধু। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় ফাইনাল শুরু হবে।
টূর্ণামেন্টে সাকিবের দল প্রাইম ব্যাংক দারুণ খেলছে। ৬ ম্যাচের ৪টিতে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল তারা। দলের ২ তরুণ এনামুল হক বিজয় ও সাব্বির রহমান রুম্মন আছেন দুর্দান্ত ফর্মে। রান সংগ্রহে এ দু’জনে রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। সাকিব ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে না পারলেও বোলিং দিয়ে ঠিকই পুষিয়ে দিচ্ছেন। তাদের ৩ জনের ওপরই নির্ভর করছে প্রাইম ব্যাংকের শিরোপা। সাকিবের পাশাপাশি তরুণ স্পিনার তাইজুল ইসলাম ভালো ভূমিকা রাখছেন। এ ছাড়া পেসার রুবেল হোসেনও ব্যাটসম্যানদের ওপর বেশ প্রভাব বিস্তার করছেন। তারকা স্পিনার সোহাগ গাজী এখনও তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। সার্বিকভাবে এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে বেশ খুশি অধিনায়ক সাকিব।
তামিমের ইউসিবি-বিসিবি একাদশও ৬ ম্যাচের ৪টিতে জিতে ফাইনালে উঠেছে। তবে শেষ ম্যাচে তামিম ব্যাটিংয়ে নিশ্চিতভাবে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে তারা। পরশু মোহামেডানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে ৬৪ বলে ১৩০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন বাঁহাতি এ ড্যাশিং ওপেনার। আজও যদি এমন কিছু করে বসেন, তাহলে শিরোপা তাদের ঘরেই যাবে। এ ছাড়া মিঠুন আলী, ইমরুল কায়েসও ভালো ব্যাটিং করছেন। আর পেসার আল-আমিন তো এ টুর্নামেন্টে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন। সিলেটে এক ওভারে টানা ৪ উইকেটসহ ৫ উইকে নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।